Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব চান রাজা ৩য় চার্লস

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব চান রাজা ৩য় চার্লস
কমনওয়েলথ সনদের দশম বার্ষিকীর এই বিশেষ বছরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অব্যাহত উষ্ণ বন্ধুত্ব, শক্তিশালী ও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান বলে জানিয়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস।

রাজা তৃতীয় চার্লস বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় যুক্তরাজ্যের রাজা বলেন, ‘যেহেতু আপনি এবং সর্বত্র বাংলাদেশিরা আজকে উদযাপন করছেন, আমি ও আমার স্ত্রী আগামী বছরের জন্য আপনাকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।’

চার্লস বলেন, ‘যেহেতু আমরা এই চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি, সমৃদ্ধি, গণতন্ত্র ও শান্তির জন্য এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্ষতি মোকাবিলায় আমাদের একসঙ্গে কাজ করা আরও গুরুত্বপূর্ণ।’

বার্তাটিতে উল্লেখ করা হয়, ‘লন্ডনের ব্রিক লেনে আমাদের সাম্প্রতিক সফরের সময় অনেক ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের অভ্যর্থনা পেয়ে আমি ও আমার স্ত্রী আনন্দিত-খুশি হয়েছি, যা আমাদের জনগণ ও সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রদর্শন করে।’

কমেন্ট বক্স