শুভ্র দাড়ি, শুভ্রকেশ,
সবাই বলে দরবেশ।
চেহারেতে এক  মহামানব,
আসলে এক আস্ত দানব।
ও দরবেশ,ও দরবেশ!
তোমার আজ এ কি বেশ?
কোথায় গেল এত তেজ?
আজ দেখিনাতো তার লেশ?
কোথায় তোমার আপু মনি?
কোথায় তোমার সোনার খনি?
কোথায় তোমার গাড়ি বাড়ি?
কোথায় তোমার শুভ্র দাড়ি?
শেয়ারবাজার করেছে যে শেষ,
তুমি কি সেই দরবেশ?
তুমি তো ব্যাংক করেছ খালি। 
প্রাপ্য তোমার মার আর গালি। 
তুমি করেছো দেশের সর্বনাশ,
জনগণ এখন দেবে তোমায় বাশ 
জন মানুষের আর সইছে না তর,
তুমি কবে যাবে আয়না ঘর?
 
                           
                           
                            
                       
     
  
 

 ফিরোজ হুমায়ুন
 ফিরোজ হুমায়ুন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
