Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

এখন তারা কোথায় সব?

এখন তারা কোথায় সব?
এখন তারা কোথায় সব
করত যারা কলরব
সারাক্ষণই হইচই;
কথার ফুলঝুরি,
তারা কি ঘরে বসে;
খাচ্ছে ঝাল-মুড়ি?

মাঠ দাপিয়ে চলত যারা,
সব পালাল কোথায় তারা?
এখন দেখি সেই মাঠ;
একেবারেই খালি,
এখন নেই স্লোগান সেই;
মুহুর্মুহু তালি।

নেই ধাওয়া; পাল্টা ধাওয়া;
নেই পুলিশের তাড়া,
এসব দেখে প্রশ্ন জাগে;
কোথায় এখন তারা?

পক্ষ প্রতিপক্ষ দেখে;
সারা গায়ে ধূলি মেখে,
ছুটত মাঠে যারা,
সেই তারাও নেই আজ;
ফেলে এমন বড় কাজ;
কোথায় গেল তারা?

সারাক্ষণই ভেবে মরি;
কাকে যে প্রশ্ন করি,
উচাটন হয়েই আমার;
দিন কেটে যায় সারা,
সঠিক উত্তর দেবে কে;
বিষয় করে তাড়া।
 

কমেন্ট বক্স