এখন তারা কোথায় সব
করত যারা কলরব
সারাক্ষণই হইচই;
কথার ফুলঝুরি,
তারা কি ঘরে বসে;
খাচ্ছে ঝাল-মুড়ি?
মাঠ দাপিয়ে চলত যারা,
সব পালাল কোথায় তারা?
এখন দেখি সেই মাঠ;
একেবারেই খালি,
এখন নেই স্লোগান সেই;
মুহুর্মুহু তালি।
নেই ধাওয়া; পাল্টা ধাওয়া;
নেই পুলিশের তাড়া,
এসব দেখে প্রশ্ন জাগে;
কোথায় এখন তারা?
পক্ষ প্রতিপক্ষ দেখে;
সারা গায়ে ধূলি মেখে,
ছুটত মাঠে যারা,
সেই তারাও নেই আজ;
ফেলে এমন বড় কাজ;
কোথায় গেল তারা?
সারাক্ষণই ভেবে মরি;
কাকে যে প্রশ্ন করি,
উচাটন হয়েই আমার;
দিন কেটে যায় সারা,
সঠিক উত্তর দেবে কে;
বিষয় করে তাড়া।