Thikana News
১৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

মেক্সিকোতে মাতালের ছোড়া ককটেলে বারে আগুন, নিহত ১১

মেক্সিকোতে মাতালের ছোড়া ককটেলে বারে আগুন, নিহত ১১ ছবি সংগৃহীত



 
মেক্সিকোর এক জনাকীর্ণ বারে এক মাতালের ছোড়া মোলোটভ ককটেল (পেট্রোল বোমা) নিক্ষেপের ঘটনায় সৃষ্ট অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। 

নিহতদের মধ্যে ৪ জন নারী ও ৭ জন পুরুষ। এ ছাড়া আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরের বারে শুক্রবার (২১ জুলাই) স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে। 

সোনোরা রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, বারে থাকা নারীদের সঙ্গে বাজে ব্যবহার করায় সেই ব্যক্তিকে বার থেকে বের করে দেওয়া হয়েছিল। এতে সে ক্ষিপ্ত হয়ে ফিরে এসে বারটির দরজায় মোলোটভ ককটেল নিক্ষেপ করে।

রাজ্যের কৌঁসুলিরা (প্রসিকিউটর) জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি একজনই এবং ওই সময় সে নেশাগ্রস্ত ছিল। 

অ্যাটর্নি জেনারেল গুস্তাভো রোমুলো সালাস জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি বিধায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে এবং সোনোরাতে কেউই আইনের ঊর্ধ্বে  নয়।

যদিও শহরের মেয়র সান্তোস গঞ্জালেস দাবি করেছেন, সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। সূত্র : রয়টার্স

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স