আমি ডাকি বাবু,
তুমি বলো বাবা।
আমি প্রেমে পুড়ি,
তুমি শুধুই বোবা।
কত শত ব্যাকুলতা,
কত মোনাজাত,
তুমি, তুমি, তুমি করে
কেটে যায় রাত।
তুমি ভাবো মিছেমিছি,
করো সংশয়।
আমি শুধু ক্ষয়ে ক্ষয়ে,
ব্যথাভরা হৃৎ লয়ে,
ভাবনাতে বুঁদ হয়ে...
তোমা ভেবে ভেবে আমি,
পাই না তো কূল।
যত যুক্তি, সংস্কার,
সব ভুলে একাকার
তোমাতে বিলীন আমি,
আত্মা কেবল তোমাতেই হাহাকার...