Thikana News
২৬ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

‘চলচ্চিত্র যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তখনই বড় আঘাত’

‘চলচ্চিত্র যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তখনই বড় আঘাত’
কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন বিনোদন জগতের একাংশ। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক অভিনেতা-অভিনেত্রী সরব ছিলেন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের একদফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। এখন তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন। তার পতনের পরেই বাড়িঘর, দোকানপাট ভাঙচুর করে ছাত্র-জনতা। এমনকি দেশের প্রথমসারির প্রেক্ষাগৃহেও ভাঙচুর করা হয়। সেই ভাঙচুরের ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে পোস্ট দিয়েছেন ঢালিউড পরিচালক অনন্য মামুন।

দেশের বর্তমান পরিস্থিতিতে এ ভাঙচুরের খেলায় উদ্বিগ্ন বিনোদন জগত। এ দেখে চুপ থাকতে পারেননি চিত্রপরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী, অভিনেত্রী নুসরত ইমরোজ তিসা, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী আজমেরি হক বাঁধন, অভিনেতা আফরান নিশো। 

তারা সামাজিকমাধ্যমে নিজেদের মতপ্রকাশ করেছেন। কখনো দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন, আবার কখনো দ্রুত প্রশাসনিক পরিকাঠামো গঠনের আর্জি জানিয়েছেন তারা। 

এরই মধ্যে বুধবার দেশের প্রেক্ষাগৃহ ভাঙচুরের ছবি শেয়ার করে পরিচালক অনন্য মামুন লিখেছেন, আমার দেশের চলচ্চিত্র যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ঠিক তখনই এত বড় আঘাত।

অনন্যের শেয়ার করা ছবিতে শুধুই ঘরবাড়ি, দোকানপাটে ভাঙচুর, লুটতরাজ চলছে না। একই অঘটন ঘটেছে স্থানীয় প্রেক্ষাগৃহেও। তিনি বিবরণীতে লিখেছেন— রাজশাহী হাইটেক পার্কে ৫ আগস্ট সারারাত লুটপাট হয়েছে। সিনেপ্লেক্স ভেঙে চুরমার। ওয়াশরুমের কমোড, পানির ট্যাপটাকেও ছাড়েনি। শুনেছি সিরাজগঞ্জের রুটস্ সিনেপ্লেক্সও লুটপাট করা হয়েছে। 
সিনেমা প্রেক্ষাগৃহ ভাঙচুরে প্রচণ্ড আঘাত পেয়েছেন এ ঢালিউড পরিচালক। 

তিনি বলেন, এ ধরনের আধুনিক প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে বলেই ছবি দেখার জন্য নতুন দর্শক আসতে শুরু করেছে। বাংলাদেশের পরিচালকরাও বড় বাজেটের ছবি বানানোর স্বপ্ন দেখন। তিনি আরও লিখেছেন— সবাইকে অনুরোধ করব, চলচ্চিত্র বাঁচাতে হলে প্রেক্ষাগৃহ বাঁচাতে হবে। 

নিজের দেশের শাসনব্যবস্থার আশু উন্নতি চেয়ে সামাজিকমাধ্যমে পরিচালক ফারুকী বলেন, আপনারা দয়া করে দ্রুত সরকার গঠন করুন। পুলিশ বাহিনীকে (কিছু অপরাধী অফিসার বাদে) অভয় দিয়ে তাদের কাজে নামান দ্রুত। তারা আমাদেরই বাহিনী। মিলিটারি ভাইয়েরা— সার্বিক নিরাপত্তার দিকে নজর রাখুন। দেশটা দ্রুত স্বাভাবিক করার দিকে এগিয়ে যাই, চলুন। নষ্ট করার মতো এক মুহূর্তও সময় নেই।

উল্লেখ্য, চলতি মাসে পরিচালক অনন্য মামুনের ‘দরদ’ সিনেমাটি মুক্তির কথা ছিল। তার আগে দেশের শাসনব্যবস্থা বদলে যাওয়ায় ছবি মুক্তি আপাতত স্থগিত করেছেন। 

এ ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে সৃজিত মুখোপাধ্যায়র ‘পদাতিক’ ছবিটি আপাতত মুক্তি পাচ্ছে না। আর মৃণাল সেনের জীবন থেকে তৈরি এ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। কথা ছিল আগামী ১৫ আগস্ট ভারতে মুক্তির পর ১৬ আগস্ট বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে। কিন্তু সার্বিক পরিস্থিতি ভালো না হওয়ায় বন্ধ রয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স