Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

গোলাপ-ঝরা শোক

গোলাপ-ঝরা শোক
আমি পুষ্পকাননের মালি
আমার কাননের সমস্ত পুষ্প আমার অতি যত্নে গড়া,
দিনদুপুরে কিংবা মাঝরাতে আমার পুষ্প কুড়িয়ে নেওয়ার অধিকার কারও নেই,
আমার পুষ্পগুলো লাঠিপেটা দিয়ে ঝাঁঝরা করে ঝরিয়ে দেওয়ার অধিকার কারও নেই,
তরতাজা পুষ্পগুলো আমার কাননজুড়েই সুন্দর,
বন্দী কোনো বাক্সে নই।
স্বাধীন পাখির মতো পুষ্পগুলো কানন ঘিরে
সতেজ ছড়িয়ে মুক্ত বাতাসে নির্মলতা দেয়।
পুষ্প গায়ে একটা টোকাও অসহনীয়।
না, আমি আমার পুষ্পকাননে কারও স্পর্শ সহ্য করব না।
থরে থরে গোলাপগুলো
কাননের সৌন্দর্য বর্ধন করে,
হঠাৎ নিষ্পাপ গোলাপের গায়ে তীব্র নখের আঁচড়
আমাকে হতবিহ্বল করে দেয়।
গোলাপ ছিঁড়ে যেন আমার কলিজা ছিঁড়ে খেয়েছে।
আমাকে গিলে খেয়েছে,
গোলাপের ঝরা পাপড়িগুলো আমার বুকে
ধাক্কা দিচ্ছে প্রতিনিয়ত
গোলাপ শোকে আমি ঘুমাতে পারছি না,
মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে বারবার।
সাজানো গোলাপগুলো আমার হাহাকার বুকে বাসা বেঁধেছে জটলা পাকিয়ে।
গোলাপ-ঝরা শোকে আমি কাতর
আমি নিশ্চুপ, নিথর হয়ে থাকতে পারছি না...
 

কমেন্ট বক্স