বাংলাদেশি কমিউনিটিতে চলছে বার্ষিক বনভোজন উদযাপন। গেল সপ্তাহে -দেশে বিরাজমান পরিস্থিতিতে অনেক বনভোজন ও অনুষ্ঠানমালা স্থগিত করা হয়। তারপরও কিছু কিছু সংগঠনে তাদের পূর্ব ঘোষিত বনভোজন কর্মসূচি পালন করে। আনন্দ-উৎসব ছাপিয়ে সবার মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা, আলোচনা-সমালোচনা ছিলো মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে।
গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুলাই লংআইল্যান্ডের আইজেনহাওয়ার পার্কের ডগউড পিকনিক শেল্টার প্যাভিলিয়নে আয়োজন করা হয় গ্রেটার খুলনাবাসীর এ মিলন মেলা। চমৎকার আবহাওয়ায় ভিন্ন আমেজে জমে ওঠেছিল এ বনভোজন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর খুলনা সোসাইটি অব অব ইউএসএ’র সদস্য ও তাদের বন্ধু-স্বজনরা দিনব্যাপী পার্কের খোলা মাঠে খেলাধুলা, সুস্বাদু খাবার-দাবার, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। গ্রেটার খুলনা প্রবাসীরা সপরিবারে অংশ নিয়ে বনভোজনকে পরিণত করেছিলেন তাদের মিলনমেলায়। অংশগ্রহণকারিরা পুরো দিন ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন।
এদিন সকাল সাড়ে ১০ টায় সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান, সভাপতি ওয়াহিদ কাজী এলিন সোসাইটির কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় আয়োজক সংগঠনের উপদেষ্টা, নিউইয়র্ক পুলিশের ল্যাফটেন্ট সৈয়দ এনায়েত আলীও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কার্যকরী সদস্য আকতার বাবুল, সাবেক সমাজকল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া রুমী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মির্জা আজম, আসাদুজ্জামান প্রমুখ।
পার্কের ডগউড পিকনিক শেল্টার প্যাভিলিয়নে বনভোজন উদ্বোধনের পর পরই অতিথিদের সকালের নাস্তা পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়া সম্পাদক শেখ শহিদুল ইসলাম এবং আয়োজক কমিটির সদস্য সচিব হাওলাদার শাহীনের পরিচালনায় বিভিন্ন বয়সীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।
খেলাধুলা শেষে দুপুর ২টায় মোহাম্মদ আনারুল হকের পরিচালনায় শুরু হয় প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এসময় একের পর এক সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পী বাপ্পী সোম, মিতা, আনারুল হক প্রমুখ।
বেলা আড়াইটায় পরিবেশন করা হয় মধ্যাহ্নভোজ। খাবারের সার্বিক দায়িত্বে ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক নওশাদ আক্তার। পরো অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন শেখ শহিদুল ইসলাম।
মধ্যাহ্নভোজ শেষে অতিথিদের মিষ্টি ও পান-সুপারি দিয়ে আপ্যায়ন করা হয়। বৈকালিক নাস্তা ও চা পর্বও ছিল এ আয়োজনে। মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠিত হয় মহিলাদের বালিশ বদল খেলা। আর্কষণীয় এ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেন।
চমৎকার আবহাওয়ায় অনুষ্ঠিত দিনব্যাপী বনভোজনে বিভিন্ন খেলাধুলা ছাড়াও বিশেষ আর্কষণ ছিল র্যাফেল ড্র। সংগঠনের উপদেষ্টা সৈয়দ এনায়েত আলীর পরিচালনায় বনভোজনে র্যাফল ড্র বিজয়ীরা আর্কষণীয় পুরস্কার জিতে নেন। রাফেল ড্রতে গোল্ডেন এজ হোমকেয়ারের সৌজন্যে ছিল ১ম পুরস্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিটি, দুলাল বেহেদুর স্মার্ট স্টাফের সৌজন্যে ২য় পুরস্কার ছিল নগদ ৫শ ডলার, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক ইসমত জাহান পপির সৌজন্যে ৩য় পুরস্কার ছিল স্বর্ণের আংটি, এটর্নি মঈন চৌধুরীর সৌজন্যে ৪র্থ পুরস্কার ছিল নগদ ৩শ ডলার, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সৌজন্যে ৫ম পুরস্কার ছিল ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি। এ ছাড়াও রাফেল ড্রতে ছিল আরো ২০টি আকর্ষণীয় পুরস্কার।
সংগঠনের সভাপতি ওয়াহিদ কাজী এলিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনের পরিচালনায় খেলাধুলায় অংশ গ্রহণকারী এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ইউএস আর্মিতে কর্মরত সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আল আমিন দেশের বাইরে অবস্থান করায় সহ-সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি শেখ মো. নওশাদ আক্তার, সহ সভাপতি শেখ হাসান আলী ও ইসমত জাহান পলি, কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাওলাদার শাহিনুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহিনুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ইসমত জাহান পপি, কার্যকরী সদস্য মুরারী মোহন দাস, শেখ ফারুকুল ইসলাম, সরদার মুনির হোসেন, শেখ সবুর এবং মোহাম্মদ ঈদ ই আমিন। অনুষ্ঠানে আগত অতিথিরা গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ’র এ মিলনমেলার ভূয়সী প্রশংশা করেন।
প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান প্রাণের আমেজে চমৎকার এমন আয়েজনের জন্য আয়োজক কমিটি ও কার্যকরী পরিষদকে ধন্যবাদ জানান।
সংগঠনের সভাপতি ওয়াহিদ কাজী এলিন বনভোজনে যোগদানের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইনকের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, বৃহত্তর খুলনাবাসীর কল্যাণে সংগঠনটি নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বৃহত্তর খুলনাবাসী সপরিবারে এ মিলনমেলায় অংশ নিয়ে ভিন্ন উৎসবে মেতে ছিলেন পরোদিন। এজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
আমেরিকান ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইনক (আটাব) : গত ২৮ জুলাই এস্টোরিয়া পার্কে আমেরিকান ট্রাভেল এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ ইনক (আটাব) আয়োজিত বার্ষিক বনভোজনে আনন্দ আড্ডায় কাটিয়েছেন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা। এতে আটাব নেতৃবৃন্দ ও সদস্যরা তাদের পরিবার পরিজন নিয়ে অংশ নেন। দিনব্যাপী এ বনভোজনে খেলাধুলা, র্যাফেল ড্র, আনন্দ আড্ডা, আপ্যায়নসহ বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসী কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়।
আটাবের মোহাম্মদ সেলিম হারুন, সাধারণ সম্পাদক মাসুদ মোরশেদ ও সাংগঠনিক সম্পাদক এএসএম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে বাংলা ট্রাভেলস’র কর্ণধার বেলায়েত হোসেন বেলাল, সংগঠনের সহ-সভাপতি (রহমানিয়া ট্রাভেলস’র সত্ত্বাধিকারী) মোহাম্মদ কে. রহমান (মাহমুদ), কোষাধ্যক্ষ (ওয়ার্ল্ড ট্যুর এন্ড ট্রাভেলস’র সত্ত্বাধিকারী) সামসুদ্দিন বশির, যুগ্ম-সাধারণ সম্পাদক (নাবিলা এয়ার ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী) মোহাম্মদ এ কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক (এ্যাংকর ট্রাভেলসের সত্ত্বাধিকারী) এএসএম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (এসএস ট্রাভেলস’র সত্ত্বাধিকারী) শ্যামল তালুকদার এবং কার্যকরী সদস্য (ডিজিটাল ট্রাভেল্স এস্টোরিয়া’র সত্ত্বাধিকারী) নজরুল ইসলাম, (জান্নাত ট্রাভেলস’র সত্ত্বাধিকারী) মোহাম্মদ ফরহাদ উদ্দিন, (এক্সপ্রেস এয়ার ট্রাভেলস’র সত্ত্বাধিকারী) মোহাম্মদ কে জামান (রঞ্জু) এবং (বেলাল ট্রাভেল স্কাই ইন্ক’র সত্ত্বাধিকারী) রূপক বড়ুয়া উপস্থিত ছিলেন। এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন।
বনভোজন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ র্যাফেল ড্র’র প্রথম পুরস্কার ছিলো ‘নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক’ রিটার্ন টিকেট (এয়ার ইন্ডিয়া’র সৌজন্যে)। দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ (স্কাইল্যান্ড ট্রাভেলসের সৌজন্যে), তৃতীয় পুরস্কার মোবাইল ফোন (জম জম ট্রাভেলসের সৌজন্যে) এবং চতুর্থ পুরস্কার ছিলো টিভি (সামিয়া ট্রাভেলস-এর সৌজন্যে)।
আটাব-এর বনভোজনের স্পন্সর ছিলো নিউইয়র্কের কর্ণফুলী ট্রাভেল, রহমানীয়া ট্রাভেল সার্ভিস, বাংলা ট্রাভেল, কাবা ট্রাভেল এন্ড ট্যুরস, ওয়ার্ল্ড ট্যুরস এন্ড ট্রাভেলস, এসএস ট্রাভেল, এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলস ও নাবিলা ট্রাভেল।
সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে গত ২১ জুলই ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কে বার্ষিক বনভোজন আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় সিনিয়র বাংলাদেশি ও আমেরিকান নাগরিক, বিশেষ করে কমিউনিটি নেতৃত্বস্থানীয় ব্যক্তি, ধর্মীয় নেতা, লেখক-কবি এবং শিল্পীরা।
বনভোজনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি, মর্টগেজ ব্যাংকার, দি ফেডারেল সেভিংস ব্যাংকের মো. নাঈম টুটুল। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান ও সহ-সভাপতি লিয়াকত আলীর সঞ্চালনায় বনভোজনে অংশগ্রহণকারীকে স্বাগত জানানো হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাজী আব্দুল ছালাম, পবিত্র গীতা পাঠ করেন সুধাংশু কুমার মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন পিকনিক কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন।
এ আয়োজনে স্পন্সরকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, পিকনিক কমিটির প্রধান সমম্বয়কারী হাসান আলী প্রমুখ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বনভোজন সফল করতে আহ্বান জানান- সমম্বয়কারী খলিলুর রহমান (রহমান)। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বনভোজনের স্পন্সরকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে একে একে সবাইক পরিচয় করে দেন অনুষ্ঠানের সঞ্চালক ও সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান।
অনুষ্ঠানটি প্রয়াত হুমায়ুন কবির, প্রয়াত জীবন বিশ্বাস ও প্রয়াত এমডি কাইয়ুমের স্মরণে উৎসর্গ করা হয় বলে জানান সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
খেলোয়াড়সহ উপস্থিত অংশগ্রহণকারীর মাঝে সংগঠনের লোগো সমৃদ্ধ সৌজন্য উপহার টি-শার্ট, কফি মগ বিতরণ করা হয়। খেলোয়াড়দের মাঝে প্রথম পুরস্কার আইপ্যাড, দ্বিতীয় পুরস্কার মিক্সার মেশিন, তৃতীয় পুরস্কার সিরামিকের সামগ্রী বিতরণ করা হয়। খেলা পরিচালনা করেন সুধাংশু কুমার মন্ডল ও আনোয়ার হোসেন।
গানে গানে অনুষ্ঠানে আনন্দ দেন সঙ্গীত শিল্পী ফিরোজ, সুবেদর (অব.) এমডি ইব্রাহীম, হাজী আব্দুল ছালাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা এম আবু নাসির, শহিদুল ইসলাম, কাজী হাবিবুল আওয়াল।
কবিতা পাঠ করেন সুধাংশু কুমার মন্ডল।
হবিগঞ্জ সদর সমিতি অব ইউএসএ’র উদ্যোগে গত ২১ জুলাই বার্ষিকী বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি অ্যাট ল’ ও ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। তিনি খেলাধুলা ও র্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বগুড়া সোসাইটি ইউএসএ ইন্ক’র ভুলকাভাত গত ২১ জুলাই অনুষ্ঠিত হয়েছে কুইন্সের ফ্লাশিং মেডোস করোনা পার্কে। সেখানে অসংখ্য বগুড়াবাসীসহ প্রবাসের বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ উপস্থত ছিলেন। সভাপতি মহব্বত আলী আকন্দের ঘোষণায় এ বছরের ভুলকাভাত কর্মসূচির মধ্যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের জন্য দোয়া-মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড মেম্বার আতোয়ারুল আলম।
উপস্থিত ছিলেন বারী গ্রুপের সিইও এবং রংপুর জেলা সমিতির সভাপতি আসেফ বারী। সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় লাল ফিতা কেটে উদ্বোধন করেন উপদেষ্টা আব্দুল মান্নান।
সকালের নাস্তা আর দুপুরের সুস্বাদু খাবার ছিলো ভুলকাভাতের অন্যতম। মুড়ি মাথা, তরমুজ, আর খিলি পান নিয়ে মেতে ছিল সবাই। ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের পিলো পাসসহ পুরুষদের জন্য ছিল বল মেরে গোল করা। খেলাধুলা পরিচালনায় ছিলেন একেএম আব্দুর রশিদ।
উপস্থিত ছিলেন বগুড়া সোসাইটির উপদেষ্টা ও নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. কাশেম, সিনিয়র সহ-সভাপতি ও পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব পাশা, সহ-সভাপতি ও মেয়র এরিক অ্যাডামসের এশিয়ান অ্যাডভাইজার ফাহাদ সোলায়মান, আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মো. নওশাদ হোসেন, আমিনুল ইসলাম চৌধুরী ও ১নং সদস্য ফারহানা চৌধুরী, বগুড়া থেকে আগত সাবেক জাতীয় সংসদ সদস্য ওমর এবং প্রবাসের জনপ্রিয় সংগীতশিল্পী শাহ মাহবুব, নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলামী, মেম্বারশিপ চেয়ার লায়ন সোহেল হোসেন, লায়ন টেল টুইস্টার জাহাঙ্গীর আলম জয়, লায়ন ডাইরেক্টর মো. কাশেম চৌধুরী, রেদয়ানুল হক।
বনভোজনে আহ্বায়কের দায়িত্বে ছিলেন ফারুক হোসেন মিঠু, সদস্য সচিব গোলাম রব্বানী রাজু এবং কোষাধ্যক্ষ জুয়েল আহমেদ, চেয়ারম্যান তালুকদার সামীম সবুজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মাদ আলী, জাহাঙ্গীর আলম, মোহাম্মাদ হেলাল উদ্দিন, রাশেদ আল হেলাল রতন, যুগ্ম সদস্য সচিব মুরাদ মোরশেদ হায়দার বিপ্লব, নাফিউস সাদিক, আব্দু রাকিব খান আরিফ, এএসএম পারভেজ শাহী, আপ্যায়নে কামরুজ্জামান লালু, রফিকুল ইসলাম রফিক,এনামুল হক, এমডি আনছার শেখ, গোলাম মোস্তফা নাজাত, পৃষ্ঠপোষকতায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু পাইকার,প্রধান সমন্নয়কারী বীর মুক্তিযোদ্ধা আলী সৈয়দ টিপু, সমন্নয়কারী জহুরুল ইসলীম তালুকদার লিটন, সার্বিক তত্বাবধানে মোঃ রোকুনুজ্জামান নয়ন, সার্বিক দিক নির্দেশনায় মোঃ সাইফুল ইসলাম (কুইন্স), উপদেষ্টামণ্ডলী নুরুল ইসলাম সাজু, সার্বিক সহযোগিতা করেছেন বগুড়া সদরের সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান ভান্ডারী রাজ, অধ্যক্ষ আজিজুল হক মুন্না, সাইফুল ইলাম মান্না, সাজেদা আলম সেলী, শফিক দওয়ান, বিলকিস বানু, মাসুদ বেলাল, মর্তুজা আলী বুলবুল, মোস্তফা আলমগীর, আবু তাহের এম আলম, জাকি উল্লা আপেল, মোঃ হাসান মাহমুদ, ড. জাকিরুল ইসলাম, বজলুর রহমান আকন্দ, কামরুল হাসান, ইসমাইল হোসেন ইমন, শাহ আলী রেজা।
অনুষ্ঠানে আকর্ষণীয় সব পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মহব্বত আলী আকন্দ এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ইউএসএ ৯৭-৯৯ গ্রুপের আয়োজনে লংআইল্যান্ডের একটি পার্কে জমজমাট বনভোজনের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ থেকে এসএসসি ৯৭ এবং এইচএসসি ৯৯-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের পরিবার নিয়ে অংশ নেন। এছাড়াও নিউইয়র্কের বিশিষ্টজনেরা অংশ নিয়ে বনভোজনকে আকর্ষণীয় করে তোলেন। বনভোজনে স্মৃতিচারণমূলক আড্ডা, খেলাধুলা, খাওয়া-দাওয়ার পাশাপাশি ছিলো র্যাফেল ড্র। দিন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট সিইও আকাশ রহমান ও চেয়ারম্যান এশা রহমান।