দেওয়ান নাসের রাজা
শিমুল তুলোর মতো বিছানাটা সাদা
তুষারের রঙে সফেদ নগ্ন দুটো পা
অবাক বিস্মিত চোখে অপার মুগ্ধতা
আঁধারেও রূপ তার কত যে উজ্জ্বল।
সাবানের মতো ফেনায়িত শুভ্র পিঠ
মনের ভেতর তবু গোপনে রোদন
আকাশের সাথে কেন এত অভিমান?
উদাস দু’চোখ খোঁজে কোমল সুন্দর।
আঁধারে সাপিনী ধরে কামুক যুবক
দুই পাড় ভিজে যায় প্রবল বর্ষণে
অঝোর ধারায় ভিজে অচেনা ধরণি
আকাশ জমিনে শেষে এত মেশামেশি।
পালকে আবৃত নেই রাতের শরীর
সবুজ ঘাসের বুকে জমেছে শিশির
স্পর্শে আলগা হলো বুকের বাঁধন, আর
নরীও বেহায়া হয় নদীর মতোন।