মোহাম্মদ অংকন
তোমার সাথে আমার শেষ দেখাটা হয়ে গেছে
চেষ্টা করেও আমরা আর মুখোমুখি হতে পারব না।
পারব না আমরা আর একে-অপরকে ভালোবাসতে
হাসতে পারব না নীল ফড়িংয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে।
কিছু সময় চলে যায়, কিছু সুযোগ হাতছাড়া হয়ে যায়
আমরা ধরে রাখতে পারি না আমাদের প্রতিশ্রুতিগুলোকে।
এরপর, আমরা ভুলে যাই কাদামাটিতে খুনসুটির দিনগুলো
আমরা ভুলে যাই সেই ভালোবাসার মুহূর্তগুলোও
তারপর, প্রিয় মানুষকে আজন্মের জন্য হারাই।
যে দুজন দুজনার আপন ছিল-
তাদের একজন যখন সুখে, আরেকজন যখন বিচ্ছেদে
তখন কি ভালোবাসার সমীকরণে সমতা হয়?
হয় না বলে দুজনকেই ঈশ্বর একই অনলে পোড়াতে থাকে
উপলব্ধির আকাশে ভেসে ওঠে হারানো মানুষটার মুখ
তারপর, আমরা চিন্তা করি আবারও দেখা হোক আমাদের।
দেখা হওয়া হয় না আর চাঁদ ও সূর্যের মতো
শেষবার দেখা হওয়ার দিনটা স্মৃতিতে জায়গা করে নেয়।
দিনটা ভুলতে চাওয়ার উদগ্র বাসনা মনে থাকলেওÑ
প্রকৃতিই থামিয়ে দেয়-পুনর্দেখায় বিরহ আরও দীর্ঘ হবে
অতএব, এ জন্মে তোমার-আমার দেখা হচ্ছে না
এর চেয়ে সত্য কথা নেই, ঈশ্বরও তা জানে।
                           
                           
                            
                       
     
  
 

 
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
