জামাল আস-সাবেত
বৃষ্টির কাছে অনেক ঋণ রয়ে গেল আমার
দক্ষিণের জানালার দিকে তাকিয়ে থাকা মন জানে
চোখের জল কীভাবে বৃষ্টিধারার সাথে একাকার হয়ে যেত
মহাস্নানে পুণ্য হবে বলে যে ছোঁয়ায় নিভৃত করেছিলে হৃদয়
শেষে স্বার্থের দরিয়ায় স্থির থাকল না প্রেম
ভেসে গেল সব-
অবশেষে ভিজে ভিজে জলীয় বাষ্পের মতন অজানায় ভেসে গেলাম;
আকাশের দূরত্বের মতন যোজন যোজন দূরত্ব তৈরি হয়ে গেল আমাদের।
                           
                           
                            
                       
     
  
 

 
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
