Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ভ্রমণবিলাসী মিষ্টি মেয়ে

ভ্রমণবিলাসী মিষ্টি মেয়ে
কাজী নাজরিন

ভ্রমণবিলাসী মিষ্টি মেয়ে
যার প্রেমে পড়ি আমি
আমার কাছে মিনু চৌধুরী আপু
অনেক বেশি দামি।
কখনো গল্পে, কখনো কবিতায়
সুখ বিলিয়ে দেয়
নজরকাড়া ছবিগুলো দিয়ে
মন আমার কেড়ে নেয়।

হাসিখুশিমাখা কত কত ছবি
স্মৃতির জানালায় ভাসে
উল্লাসে উচ্ছ্বাসে মায়াবিনী আপু
আছেন হৃদয়ের পাশে।
কত কত দেশ করেছেন ভ্রমণ
তুলেছেন কত ছবি
কখনো সেজেছেন নায়িকা শাবানা
কখনো সেজেছেন ববি।

শখের বশে করেছেন তিনি
সুপারস্টারদের সাথে দেখা
সালমান, শাহরুখ, অমিতাভ ছাড়াও
তালিকায় আছেন রেখা।
ভ্রমণবিলাসী মিষ্টি মেয়ে
এখন দাদি নানি
ছবিতে ছবিতে আচরণে আবরণে
মিষ্টি মেয়ে তাকে জানি।

কাশ্মীরি তার মেয়ের জামাই
ভিনদেশি ছেলের বউ
আগলে রেখেছেন সব্বাইকে তিনি
পর নয় তার কেউ।
ভ্রমণবিলাসী মিষ্টি মেয়ে
আজ তার জন্মদিন
শ্রদ্ধার সাথে কামনা করছি
বেঁচে থাকুন অনেক দিন।



 

কমেন্ট বক্স