তোমার দেশে নাচার লাইগা
পড়ছে আমার ঠেকা
আমার লাইগা তোমরা খালি
উঠান বানাও বেঁকা
আল্লা জানে কোন কারণে
তেরচা উঠান বানাও
দরকার হইলে বিদেশ থাইকা
সঠিক উঠান আনাও
ঠ্যাঙের ব্যথা নিয়া আমার
কী কাম আছে ভোগার
এই উঠানে নাইচা আমার
ঠ্যাঙ ভাঙনের জোগাড়
নাচ ছাড়িয়া এই কালাকার
বেসুর গলায় গায় গানাই
এই দেশেতে নাচার আমার
উপযুক্ত জায়গা নাই
                           
                           
                            
                       
     
  
 


 মনজুর কাদের
 মনজুর কাদের  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
