Thikana News
২৩ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ অক্টোবর ২০২৪


 

প্রেম প্রণয়ী রাতে

প্রেম প্রণয়ী রাতে


আচমকা জেগে উঠেছি নিশুতে নিস্তব্ধ রাতে,
গুমোট বদ্ধ আকাশে ভাসছে কয়েক খণ্ড মেঘ।
কভু শোনা যায় নূপুর ছন্দে বৃষ্টির আওয়াজ,
সুরের লহরীতে ভাসছে ঝিঁঝি পোকাদের ডাক।
কত বাসনার লহর উঠেছে এ প্রেম প্রণয়ী রাতে,
মুহূর্তে যেন এসেছে ধরার প্রেমানুষঙ্গ নিয়ে।
নিশুতি রাতের কাব্য রচিতে পাশাপাশি দুজন,
তোমার তীব্র শ্বাস ধ্বনিছে উর্মিমালার মতো!
যেন অনেকটা প্রেমী বসন্ত ছুঁয়ে গেছে এই ক্ষণে,
আমিও দ্রবীত তাই মহুয়ার সম্মোহ কেশ ঘ্রাণে।
কামনার বশে আলতো করেই আমায় জড়িয়ে তুমি,
আধো জাগরণে দুষ্টুমি হেসে স্বপ্নালোকের ক্ষেমে।
নিজেকে সঁপিয়া দিয়েছি তোমার সুকোমল বাহুডোরে,
গোলাপি ওষ্ঠধরে এঁকে দিই চুম্বনে আলপনা।
প্রেমের সুধায় প্লাবিত দুজন উতাল বানের টানে,
আবৃত হই পবিত্র প্রেমে নীলাভের আবরণে।
ওগো প্রিয়া তোমা! আদৃত করি কামনার বশে মেতে,
চপল বাজের ফুলকির ন্যায়ে নিঝুম নিশুতি রাতে।

কমেন্ট বক্স