Thikana News
১৪ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ১৪ জুলাই ২০২৪

ছন্দ খুঁজি

ছন্দ খুঁজি
ছন্দ খুঁজি কৃষ্ণচূড়ার চিরল পাতায় হাওয়ার তালে
ছন্দ খুঁজি উজানমুখী ছুটে চলা নায়ের পালে।
ছন্দ খুঁজি উদাস করা ভরদুপুরে মাঝির গানে
ছন্দ খুঁজি দাঁড়ের সাথে জলের নূপুর তুমুল প্রাণে!
ছন্দ খুঁজি অতর্কিত কালবোশেখি ঝড়ের খেলায়
ছন্দ খুঁজি বায়ুর বেগে উড়ে যাওয়া পাখির মেলায়।
ছন্দ খুঁজি বৃষ্টিমুখর গভীর রাতে টিনের চালে
ছন্দ খুঁজি বাদল দিনে কদমফুলে মন্দ্র তালে।
ছন্দ খুঁজি সমুদ্রে জল উথালপাতাল জোয়ার ভাটায়
ছন্দ খুঁজি সাগরতীরে গাঙচিলদের ত্রস্ত হাঁটায়!
ছন্দ খুঁজি দূর আকাশে চৈত্রদিনে চিলের ডাকে
ছন্দ খুঁজি মৌপোকাদের ‘শিল্পকলা’ মৌয়ের চাকে!
ছন্দ খুঁজি ধানশালিকের কিচিরমিচির ব্যাকুলতায়
ছন্দ খুঁজি কোকিল ডাকে সঙ্গিনীটির আকুলতায়!
ছন্দ খুঁজি ভোমরা ওড়ার ফুলে ফুলে কানাকানি
ছন্দ খুঁজি প্রিয়ার বুকের প্রেমকাতুরে ধুকপুকানি!
 

কমেন্ট বক্স