বেগুনি রং হয়
লাল আর নীলে,
গোলাপি রং হয় লাল সাদা মিলে।
আকাশি রং হয়
নীল ও সাদায়,
হলুদ ও লাল পাবে শুধু কমলায়।
সবুজ রং হয়
হলুদ ও নীলে,
খয়েরি রঙ পাবে লালে কালো দিলে।
লাল এবং হলুদে
রাঙা আগুনি,
বাদামি রঙে আছে হলুদ বেগুনি।
 
রবির সাত রং
মিলে হয় সাদা,
কালোতে রং নেই মনে হয় ধাঁধা ॥
                           
                           
                            
                       
     
  
 

 মোহাম্মদ আব্দুল আজিজ
 মোহাম্মদ আব্দুল আজিজ  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
