মার্কিন অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সঙ্গে ৪৫০ কোটি ডলারের নতুন চুক্তি করেছে মার্কিন সরকার। চুক্তির আওতায় মার্কিন সরকারকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। শুক্রবার (২৮ জুন) পেন্টাগন এই তথ্য জানিয়েছে। খবর আরটির।
নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এই চুক্তি করেছে মার্কিন সরকার। পাশাপাশি এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনসহ মিত্র দেশগুলোকেও দেওয়া হবে।
জার্মানি ও আমেরিকার দেওয়া চারটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে ইউক্রেন। গত মে মাসে নেদারল্যান্ডসও ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্পেন, গ্রিস, রোমানিয়া ও পোল্যান্ডের কাছেও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র থাকলেও তারা সেগুলো ইউক্রেনকে দিতে রাজি হয়নি।
এ বছরের শুরুতে ইউক্রেনের একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের ভিডিও প্রকাশ করেছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সময়ে দোনেৎস্কে এক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের তিনটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ধ্বংসের দাবিও জানিয়েছিল রাশিয়া।
এপ্রিল মাসে পশ্চিমা বিশ্বের কাছে ২৫টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে অস্ত্র দিলে তা যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। পশ্চিমা বিশ্বের অস্ত্র দেওয়াকে তাদের যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিত হিসেবে দেখছে পুতিন সরকার। 
ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে অস্ত্র সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্য ফুলেফেঁপে উঠেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
