Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

সুখ-দুঃখ

সুখ-দুঃখ





 
সুখ-দুঃখ সবই আপন
কেউ নয়তো আমার পর,
দুঃখটাকে দূরে রেখে
কোথায় বাঁধি আপন ঘর।
সুখ যেখানে দুঃখ সেখানে
আনন্দ আর অশ্রুজল,
সুখ-দুঃখ একই বোঁটা
একই কুসুম একই দল।
সুখ-দুঃখের মাঝে বহে
ভাঙা-গড়ার নতুন খেলা
সুখপাখিটা ধরতে গিয়ে
করবে না কেউ জীবন হেলা।
হৃদয়যোগে থাকলে বাঁধা
কখনো কি ছিন্ন হয়?
অবুঝরা তাই খুঁজে বেড়াই
সুখটাকে এই জগৎময়।
দুঃখের সাথে সন্ধি করে
সুখের সাথে হোক না বাস,
বুকের ভেতর আগলে রেখে
সুখ-দুঃখের করব চাষ।

কমেন্ট বক্স