Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

কনস্টেবলের চড় খাওয়ার পর যা বললেন কঙ্গনা

কনস্টেবলের চড় খাওয়ার পর যা বললেন কঙ্গনা ছবি সংগৃহীত
চণ্ডীগড় বিমানবন্দরে কুলবিন্দর কৌর নামের এক নারী কনস্টেবলের হাতে নিগৃহীত হয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। এ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। বলেছেন,‘আমার মুখে আঘাত করা হয়েছে। আমাকে গালিগালাজ করা হয়েছে।’

কঙ্গনা বলেন, ‘পাঞ্জাবে সন্ত্রাসের বাড়বাড়ন্ত। কীভাবে আমরা এর মোকাবিলা করব তা নিয়ে আমি উদ্বিগ্ন।’ মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ প্রতিক্রিয়া জানান অভিনেত্রী।

এদিন তিনি আরও বলেন, ‘আমি নিরাপদে আছি। বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় এ ঘটনা ঘটে। চেকিং শেষ হতেই অন্য একটি কেবিনে এক নারী কনস্টেবল আমার জন্য অপেক্ষা করছিলেন। তিনি পাশ থেকে আমার মুখে আঘাত করেন। আমাকে গালিগালাজ করেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন তিনি এমন করলেন। তখন তিনি বলেন, কৃষকদের প্রতিবাদের জন্যই এমনটা হয়েছে।’

জানা গেছে, বৃহস্পতিবার (৬ জুন) চণ্ডীগড় বিমানবন্দরের চেকপোস্টে মোবাইল ফোন ট্রে’তে রাখা নিয়ে কঙ্গনার সঙ্গে কুলবিন্দরের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তিনি হিমাচলের মান্ডি আসনে জয়ী কঙ্গনাকে চড় মারেন এবং তার বিরুদ্ধে ‘কৃষকদের অসম্মান’ করার অভিযোগ আনেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কনস্টেবল কুলবিন্দরকে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়। এক্সে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন কুলবিন্দর। শুক্রবার (৭ জুন) দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘আমি চাকরি হারানোর ভয় পাই না। মায়ের সম্মানের জন্য হাজারো চাকরি ছাড়তে আমি প্রস্তুত রয়েছি।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২০২০ সালের কৃষক আন্দোলন নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন কঙ্গনা। এ নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন কুলবিন্দর। কঙ্গনা মন্তব্য করেছিলেন, দিল্লিজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করা কৃষক আন্দোলনে নারীরা ১০০ টাকার বিনিময়ে অংশ নিয়েছিলেন।

সেই বক্তব্যের জবাব দিয়ে কঙ্গনাকে কুলবিন্দর জানান, ওই আন্দোলনে তার মা-ও ছিলেন। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘নারীরা ১০০ টাকায় কৃষক আন্দোলনে গিয়েছিল বলেছিলেন কঙ্গনা, উনি গিয়ে বসবেন ওখানে? আমার মা বসেছিলেন ওখানে। যখন উনি এমন মন্তব্য করছিলেন।’

কে এই কুলবিন্দর কৌর

সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৃষক পরিবারের সন্তান। ২০০৯ সালে তিনি সিআইএসএফে যোগ দেন। ২০২১ সাল থেকে চণ্ডীগড় বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটি গ্রুপ ফোর্সে রয়েছেন। এখন পর্যন্ত বাহিনীতে তার বিরুদ্ধে কোনো সতর্কতামূলক তদন্ত বা শাস্তি হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, কুলবিন্দরের স্বামীও একই বিমানবন্দরে কর্মরত।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স