Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

হেজেমনি

হেজেমনি





 
মানুষ হত্যা যাদের ব্যবসা রক্তে অদম্য নেশা
তাদের ভদ্রবেশের নিচে
অসুরের কায়াÑলুকিয়ে থাকা
শয়তানের চেহারা যেমন মুখোশে ঢাকা
লেনিনের ভাষায়Ñশুয়োরের খোঁয়াড়
যারা আক্রমণের আদেশ দেয় অন্যের ঘর-দুয়ার
ভেতরে ভণ্ডামি বাহিরে ভদ্র বেশভূষা
মনের ভেতর কূট জালের অঙ্ক কষা
কোথায় জবরদখল হবে, কে হারাবে ঘরবাড়ি, প্রাণ
কার রক্তে পৃথিবীর হিংস্র দস্যুরা করবে স্নান
ভেঙে পড়ছে সবকিছু সত্যের ভিত্তি খানখান
শক্তির দাপট স্বপ্নে বিভোর জানে না তার অবস্থান

ইতিমধ্যে পৃথিবীর  বাতাস গেছে ঘোরে
রোমান ব্রিটিশদের মতো সিংহের দাঁত এখন নড়বড়ে
হেজেমনির হুংকার আর যত অহংকার রাগ
আসলে এখন তারা মাও সেতুংয়ের কাগজে বাঘ
 

কমেন্ট বক্স