Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

দাঁড়

দাঁড়
ও মন তুই চলিস কোথায় জানতে ইচ্ছে করে
আমার ভিতর বাহির খুঁজে ফিরি
তোর পাত্তা মেলা ভার, বিধির লেখার লিখনই সব সার
আমি কি মন ছাড়া পাগল মজনু, কাজে মজনুন?
মেঘের কোলে ভাসে মন বিশাল বড় আকাশ
বৃষ্টিতে ভিজে মন ফুরফুরা খই ভাজা ভোজন
চোখের পানি মেঘ বরষা আষাঢ় মাস ভাবনা
ফিরে আসে বুকের ভিতর এক বুক ফাল্গুনী হাওয়া।
মন মনে থাকে জড়িয়ে ধরে আকাশসম বুকে
মা যখন চলে গেলেন আসলেন না তো আর কভু ফিরে
অক্টোপাসের মতো কাছে টেনে নিয়ে রাখল প্রীত ডোরে
আমি তো আছি নেব তোকে আপন ধন কোলে।
সেই সমাদরে বেঁচে আছি এখনো পালক ছেলে মেনে
সে কখনো কখনো করে গড়বড় বাজায় গন্ডগোল
আমার নাওয়া-খাওয়া হারাম করে
বনি দিনরাতের ঘরছাড়া ঘরের আজি পাগল...
 

কমেন্ট বক্স