Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

আহা মানুষ!

আহা মানুষ!





 
বাবুই পাখি নিপুণ বাসা বুনে
শিল্পী তারে যতই ভাবি বড়,
বলছি যেটা অবাক হবে শুনে
নতুন কিছু নেই সেখানে ধর!

সৃষ্টি থেকে আজ অবধি তারা
একই বাসা গড়তে শুধু জানে,
গড়ে না আর নতুন কোনো ধারা
পুরান কাজে জেরটি কেবল টানে!

আঁকড়ে কিছু রয় না মানুষ পরে
সব সময়ে নতুন কিছু আনে,
আপডেট দেয় সৃষ্টি ধরে ধরে
যায় এগিয়ে শুধু সমুখপানে।

মানুষ হলো তাই তো সবার সেরা
ভাবনাটাকে বাস্তবতায় আঁকে,
মাথার মগজ জ্ঞান দিয়ে তার ঘেরা
মোড় নিয়েছে শুধুই বাঁকে বাঁকে।

মাতে মানুষ গবেষণার কাজে
সৃষ্টি তারে দেয় না যেতে ঘুমে,
নানান সুরে ভাবনা বাঁশি বাজে
ভাসে সুখে অভিজ্ঞতার উমে!
 

কমেন্ট বক্স