হাফিজুর রহমান
ব্যর্থ হয়ে দেখুন, ভুল ধরানোর মানুষ কত বেশি!
নমনীয়তার এখানে মূল্য নেই, শীর্ষের শক্তিময়তা;
ভালো করে খেয়াল রাখলে বুঝতে পারবেন,
আপনার সফলতার চারপাশে অসংখ্য বাঁকা চোখ
হাসিমুখে হিংসার তোপে জ্বালাতে কতটা জ্বলছে।
এ দেশে রোগীর থেকে সনদ ছাড়াই ডাক্তার বেশি
অভাব নেই পরামর্শদাতার, ভুলভাল জ্ঞান দেওয়ার;
বলছি, কোনোখানে নেই এমনই মহাজ্ঞানী?
এগিয়ে দেওয়ার থেকেÑএগোনোর নেই প্রতিযোগী?
অভাব কেটে গেলেও, স্বভাবটা ঠিক একই রকম।


হাফিজুর রহমান


