Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


স্নায়ুযুদ্ধময় শহরের গলি

স্নায়ুযুদ্ধময় শহরের গলি



 
সম্প্রীতির হাতগুলোকে ভেঙে দিয়ে যে ইমারত
গড়ে উঠছে শহরের স্নায়ুযুদ্ধময় গলিতে।
বিবেকবান, তোমার মিছিলে নগণ্য সংখ্যক মানুষ!
তা দিয়ে প্রতিবাদের ভাষা কী হবে জানি না,
এক গুনলে দুই হয় এই আত্মপ্রত্যয় নিয়ে
প্রতিবাদে প্রতিরোধে ঘর থেকে বেরিয়েছ।

জোনাকিরাও মিছিল করে আলোর দ্যুতি
রাতের কালো শরীরে ছড়িয়ে দিয়ে।
বিশাল অন্ধকারে মিটিমিটি আলোগুলো
যথেষ্ট নয় জেনেও তারা থেমে থাকেনি,
পাতার আড়াল থেকে বেরিয়ে এসেছে
নিবিড় তিমিরে আলোর দীপ জ্বালাতে।

মৃতপ্রায় পাতার বাহার শাখা-প্রশাখায়
দুর্বোধ্য সময়ের দুরারোগ্যে নিষ্ক্রিয়।
ক্লোরোফিল সংকট দূরীভূত না হলে
বিন্যস্ত তরুর সবুজাভ তারুণ্য হারাবে।
শহরের ধুলোবালিতে বাতাস দূষিত
স্বঘোষিত বিশিষ্টজনের ভিড় এড়িয়ে
মুক্ত মন নিয়ে উন্মুক্ত হওয়ার জায়গা নেই।
বন্ধুহীন দুঃসময়ে একাকিত্বের যন্ত্রণায়
লেকের জলেও বিশুদ্ধতার অভিযোগ!
সেখানেও দলবদ্ধ পাখির অনুপস্থিতি
একঘরে রাখা বিদগ্ধজনকে প্রশ্নবিদ্ধ করে!

কমেন্ট বক্স