তোমাকে দেখা হলো না দু’চোখ ভরে
রোদবিকেলে
কবির ঝুলে থাকা প্রলম্বিত ছায়ার ভেতর
গ্রীষ্মের খরতাপ মাথায় উড়ন্ত পাখিদের ভিড়েÑ
উষ্ণ চঞ্চলতার মতো
সূর্যের অবাধ আলো-সাঁতার
ঘুঘুডাকা নির্জন দুপুর
কাত হয়ে শুয়ে থাকা ক্লান্ত সন্ধ্যায়
তোমাকে দেখা হলো না ছায়ার্দ্র বীথিকায় ॥
হারানো আধুলির মতো
দিলের অতল গহিনে যারে খুঁজি
সেই প্রাচীন শেওলার শোক
শীর্ণ পাঁজরের ন্যায় আস্তরণহীন ইটসুড়কি
বয়েসী ঘরের কার্নিশ
বেদনার ভারে কুঁকড়ে যাওয়া জমিরের
একরাশ বিস্ফারিত নেত্রে-
তোমাকে দেখা হলো না মৃত্তিকার বিস্তৃত বুকে
বেতবন বাহারি ধানের দোলায় গন্ধরাজে
হাস্নাহেনা-রাতে
দূরাকাশে উড়ে যাওয়া একঝাঁক বলাকার করুণ সুরে।