ভারতের মিজোরামের একটি প্রাইমারি স্কুলে যমজদের নিয়ে এক বিস্ময়কর কাণ্ড ঘটেছে। স্কুলটিতে এখন একসঙ্গে ৮ জোড়া যমজ শিক্ষার্থী অধ্যয়ন করছে।
আসাম ট্রিবিউনের বরাতে বৃহস্পতিবার (১৬ মে) এনডিটিভি জানিয়েছে, মিজোরামের আইজল এলাকায় অবস্থিত ওই প্রাইমারি স্কুলটি ঘিরে এখন মাতামাতি শুরু হয়েছে। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ৮ জোড়া যমজসহ স্কুলটির শিক্ষকদের পোস্ট করা একটি ছবি এখন ভাইরাল হয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একসঙ্গে এত বেশি যমজ পেয়ে ‘গভর্নমেন্ট কলেজ ভেং প্রাইমারি স্কুল’ নামের সেই প্রতিষ্ঠানটির শিক্ষকেরা দারুণ রোমাঞ্চিত। স্কুলের প্রধান শিক্ষক এইচ লালভেন্তলুয়াঙ্গার জানিয়েছেন, স্কুলটিতে অতীতেও যমজ শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। তবে এবার একসঙ্গে ৮ জোড়া যমজ থাকার ঘটনা একটি রেকর্ড।
প্রধান শিক্ষক বলেন, ‘আজ সকালে কর্মীদের আলোচনার সময় আমরা আবিষ্কার করি, বিভিন্ন ক্লাসে মোট ৮ জোড়া যমজ রয়েছে। গত বছর এখানে ছিল চার জোড়া যমজ।’
প্রধান শিক্ষক জানান, স্কুলের যমজ শিক্ষার্থীরা আইজলের বিভিন্ন এলাকা থেকে এসেছে। এসব যমজের মধ্যে একটি দারুণ লিঙ্গ ভারসাম্যও রয়েছে। কারণ ৮ জোড়া যমজের মধ্যে এক জোড়া হলো—ছেলে আর মেয়ে। অন্যদের মধ্যে চার জোড়া মেয়ে এবং তিন জোড়া ছেলে। এর মধ্যে শুধু কেজি-ওয়ানেই রয়েছে এবার চার জোড়া যমজ। মজার বিষয় হলো স্কুলটিতে ছেলে আর মেয়ে মিলে যে এক জোড়া যমজ রয়েছে, তারা প্রধান শিক্ষক লালভেন্তলুয়াঙ্গার সন্তান। কেজি-ওয়ানে পড়া এই জুটি আগামী ২১ জুলাই পাঁচ বছরে পা রাখবে।
প্রধান শিক্ষক লালভেন্তলুয়াঙ্গা এলাকার আরও একটি স্কুলের কথা উল্লেখ করেছেন। বেথলেহেম এলাকায় অবস্থিত থিয়াঙ্গা প্রাথমিক বিদ্যালয় নামের সেই স্কুলটিতে রয়েছে চার জোড়া যমজ।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
