ষোড়শী যুবতীর রূপের রহস্য জানতে
বারবার দোটানায় ভাসি।
সত্যিই লীলাবতী, তুমি এক রূপকথার রানি।
আমার রাজ্যজুড়ে
তুমি বসন্তের হাওয়া ছড়িয়ে দাও,
মনের উঠোন কোণে
তুমি একচিলতে টুকরো পান্না।
মস্তিষ্কের স্নায়ুকোষ দিয়ে
লীলাবতী তুমিই বহমান,
মনের আলপনায় এঁকে চলি
লীলাবতীর মাধুর্য।
স্বর্গীয় অনুভূতিগুলো
খুঁজে পাই কল্পনার রাজ্যে ঘুরেফিরে।