Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

মা দিবসের ছড়া

মা দিবসের ছড়া
সব ধনই তো ভাগ করে নেয়
পিতায় এবং পোলায়
হতভাগী মা জননীর
জুটলো কিছু ঝোলায়?

মা কে নিয়ে খেলছি সবাই
মা কি সেটি জানতো না?
সম্পদেও নেই অধিকার
হাজার রকম সান্তনা

কথার প্যাঁচে প্রবোধ দেয়া
স্বার্থপরের ঘাপটি কি?
পায়ের নীচে স্বর্গ বাছার
মায়ের তাতে প্রাপ্তি কী?

ছেলের সকল ক্রান্তি কালে
বুক চিতিয়ে দাঁড়ায়
নিজের আয়ু ক্ষয় করে মা
ছেলের আয়ু বাড়ায়


বেহেশত কেউ পায় যদিও
সে তো পেলো বছায়
মায়ের সকল প্রাপ্তিটুকুই
আটকে থাকে খাঁচায় 


আটশ কোটি মানুষ সবাই
নারীর জঠর থেকে
জন্ম নিয়েই বন্দী করার 
সকল ফন্দি শেখে

সব নারীকেই পুরুষ রাখে
দারুন হেলা ফেলায়
মা দিবসেই সব অভিনয়
মিথ্যে ছলের খেলায়

এড়িয়ে চলেন এই পৃথিবীর
সব অনুযোগ অভাব
সকল ক্ষমা বিলিয়ে দেয়াই
মা জননীর স্বভাব

কমেন্ট বক্স