ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলে প্রবল বর্ষণে ৩১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার (৩ মে) এ তথ্য জানিয়েছে।
রিও গ্রান্ডে ডো সুলের নাগরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, এখনো ৭০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উরুগুয়ে ও আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্যটিতে কমপক্ষে ১৭ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বর্ষণের কারণে রাজ্যের ৪৯৭টি এলাকার প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কয়েকটি শহরের রাস্তাগুলো মূলত নদীতে পরিণত হয়েছে। এসব শহরের রাস্তা ও সেতু ধ্বংস হয়ে গেছে। প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে একটি ছোট জলবিদ্যুৎ কেন্দ্রে ভূমিধস হয়েছে এবং বাঁধের কাঠামোর আংশিক ধসে পড়েছে। বেন্টো গনকালভস শহরের দ্বিতীয় বাঁধও ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। আশপাশে বসবাসকারী লোকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রিও গ্র্যান্ডে ডো সুল গভর্নর এডুয়ার্ডো লেইট বলেছেন, ‘এটি কেবল আরেকটি জটিল পরিস্থিতি নয়; এটি সম্ভবত রাজ্যের রেকর্ড করা সবচেয়ে জটিল পরিস্থিতি।’
তিনি জানান, মৃতের সংখ্যা সম্ভবত আরও বাড়বে। কারণ কর্তৃপক্ষ এখনো কিছু বিপর্যস্ত এলাকায় প্রবেশ করতে সক্ষম হয়নি।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


