Thikana News
০৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

ইরানে শক্তিশালী ভূমিকম্প

ইরানে শক্তিশালী ভূমিকম্প প্রতীকী ছবি
ইরানের দক্ষিণাঞ্চলে ২ মে (বৃহস্পতিবার) ৫.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

ইরানের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। 

ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে এনসিএম। 

তবে ‘বাসিন্দারা এই ভূমিকম্প অনুভব করেননি এবং সংযুক্ত আরব আমিরাতে এর কোনো প্রভাব’ পড়েনি বলেও জানিয়েছে এনসিএম। 
 
এর আগে, বুধবার ইরানের একই অঞ্চলে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। 

ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি বড় টেকটোনিক প্লেটের সীমানায় ইরানের অবস্থান। এর ফলে দেশটিতে প্রায়ই হালকা থেকে মাঝারি মাত্রার, এমনকি শক্তিশালী ভূমিকম্পও অনুভূত হয়। সূত্র: গালফ নিউজ

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স