Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

মেকুর

মেকুর
রাত পেকেছে কালোয়, আলোর নির্বাসন,
যমকালো আঁধার, শেওলা ফাটা দেয়ালে।
হোলা বাবু শান্ত স্বভাব, উপোস অনশন,
ঘুমঘোরে ভান করেছে, শিকারের খেয়ালে।

আলো নেভা আভা, রেশমি পরশ কোমলে,
আগুনের হাওয়া লাগে, আঁধার কাটা সুরভি,
জোনাকি প্রদীপ নাচে, সুখ মন হরষে।
নিঝুম জোছনামাখা, মাধবী লতা করবি।

রাগ ভাঙা শশী, উঁকিঝুঁকি দেয় গোপনে,
পাতাঝরা লতা, বৃক্ষ জড়ায়ে বিধবার ন্যায়।
শুকনো শাখা জড়িয়ে জীবন, ওষ্ঠ কাঁপা রোদনে,
ঘোলা আঁধারে জমবে শিকার, কৌশল বিনা ব্যয়।

শুকনো পাতায় মচমচ রবে আরজিনা পালায়,
পাতি ইঁদুর সিঁথিতে সিঁদুর, সংসার গড়ে,
হোলাবাবু বসে আছে, সুযোগসন্ধানী কায়।
মনসুখ খেলা তার, নিরীহ জীবন ধরে।

জোনাকির আগুনেরে কেহ, নাহি পায় ভয়,
মিটিমিটি জ্বলে নিভে, সবাই ভালোবাসে।
কঠিন ভালোবাসা অবলার, মরণ ঘটায়,
জ্যোতি লোভে দেয় প্রাণ, মনের হরষে।

কপালে জোনাকি প্রদীপ, তারকা সাজায়,
কুয়াশায় ঢাকা বন, কৃষ্ণ সবুজ আঁকা,
মৃদু হাওয়ায় কুয়াশা ধায়, শীতের আভায়।
মিষ্টি লাজুক ক্ষণ, চাঁদের কিরণ মাখা।

সদা লাজে, ঘুম সাজে, নীরব কৌশলে,
পেট পেতে ঘুমায় হোলা, অলস জীবন,
জাগ্রত সংযত যায়নি শিকার বিফলে।
শান্ত স্বভাব হোলা সদা উপোস অনশন।
 

কমেন্ট বক্স