ছন্দা বিনতে সুলতান
অনিন্দ পুলকে, ঈষৎ কেঁপে
কপালে চুম্বনের টিপ এঁকে।
বলেছিল পরী, ভালোবাসা কয় ইহাকেই।
প্রচণ্ড খরার শেষে, বর্ষা হয়ে,
পরী এসেছিল আমার কাছে।
মেঘের ডানায় উড়ে
এক শিশি, সুগন্ধি গায়ে মেখে।
হায় ভালোবাসা।
দিবস রজনী পথ চেয়ে থাকা।
শুধুই কি মিছে দুরাশা।
আজ কার বুকে
উষ্মতা ছুঁয়ে, আলিঙ্গনে মেতে
বলে পরী, ভালোবাসা কয় ইহাকেই।
হায় পরী, যায় পরী।
পরীরা থাকে না পাশেতে।
যায় হাওয়ায় মিলিয়ে, সুদূরে।