Thikana News
০৬ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৬ জুলাই ২০২৪

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন আমীর খসরু

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন আমীর খসরু ছবি সংগৃহীত
কারামুক্তির দুই মাস পর চিকিৎসার জন্য সস্ত্রীক যুক্তরাষ্ট্রে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার স্ত্রী তাহেরা আলমেরও সেখানে চিকিৎসা নেওয়ার কথা আছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য আমীর খসরু ও তার স্ত্রী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আমিরাত এয়ারলাইনসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে তার মেয়ে তাহমিনা চৌধুরী আছেন।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশান থেকে আমীর খসরুকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে ২৮ অক্টোবর দলের মহাসমাবেশে সংঘর্ষে এক কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্ত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স