Thikana News
২৩ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

ত্যাগী

ত্যাগী
জর্জেস মোহাম্মদ

মোমের গায়ে সযতনে, নিজের ছবি এঁকে,
জ্বালিয়ে দেহ নীরবে, দিয়েছিলে আলো,
ধীরে ধীরে নিঃশেষ, করেছিলে একা।
অজানা জীবন শেষে, স্মৃতি রয়ে গেল।

সন্ধ্যাতারার ক্ষণে, আশার প্রদীপ জ্বেলে,
সকাল হবে কাল, সবুজ রাঙার সনে।
নব নব গান, পুরনো স্বপ্ন ফেলে,
দশদিগন্ত সুখ, মহাসিন্ধু অবসানে।

ছবি ছিল বড়ই করুণ, কোমল মায়ামাখা,
আশায় ভরা নীরব, জীবন থেকে আঁকা।
দূর থেকে সবই, দেখতে দেখায় ভালো,
শিখা জানে কত জ্বালা, একটু দিতে আলো।

দিনের ব্যথা দিনেই জানে, সবুজেরা হাসে,
আঁধার কালো রাতের বুকে, রুপালি চাঁদ ভাসে।
ভালোবাসা যতই গভীর ততই অশান্তির,
নাটাই সুতো দুটোই বাঁধা, ভালোবাসার নীড়।

শিশিরে কাঁদিয়া ভাবে, বৃথা দিয়েছি কি ভবে,
শেফালি হাসিয়া কহে, ভিজায়েছ পাপড়ি রজনীময়।
প্রেমিক ডুবিছে যমুনায়, ভালোবাসা হাসে তীরে,
ভালোবাসা কিছু নয়, অফুরন্ত আশা ভুবনময়।

ভালোবাসি আমারে, অধিক ভালোবাসি আমার
নীরব ভালোবাসারে, আরও বেশি ভালোবাসি,
যে ভালোবাসে, আমার ত্যাগী ভালোবাসারে।

কমেন্ট বক্স