Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


দুই ছেলের দুর্নীতি

তদন্তের মুখে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী 

তদন্তের মুখে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী 



 
দুই ছেলে মিরজান এবং মোখজানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এ তথ্য জানিয়েছেন দেশটির দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) প্রধান আজম বাকি।

স্থানীয় সময় ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) কুয়ালালামপুরে এক ব্রিফিংয়ে প্রধান কমিশনার আজম বাকি জানান, মাহাথির মোহাম্মদের দুই ছেলেকে অফশোর আর্থিক ও ব্যবসায়িক রেকর্ড নিয়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯ এর ৩৬ ধারা অনুযায়ী নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে তাদের সম্পদের হিসাব দেয়ার নোটিশ দেয়া হয়েছে। 
 
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দীর্ঘদিনের ‘শত্রু’ ৯৮ বছর বয়সী প্রবীণ নেতা মাহাথিরসহ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের মধ্যে এই তদন্ত শুরু হলো। 
 
সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ পর্যায়ের দুর্নীতি মোকাবিলায় সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে এই তদন্ত করা হচ্ছে। 

এদিকে, মাহাথিরের কার্যালয় থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী এর আগে তার ছেলেদের বিরুদ্ধে তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছিলেন।
 
১৯৮১ সাল থেকে দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথির কয়েক দশক ধরে দেশটির রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী তার এক সময়ের অনুসারী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়েছেন।
 
২০ বছরেরও বেশি সময় বিরোধী নেতা হিসেবে দায়িত্ব পালনের পর ২০২২ সালে প্রধানমন্ত্রী হন আনোয়ার ইব্রাহিম। এরপরই দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে মনোনিবেশ করার অঙ্গীকার করেন তিনি। 

কিন্তু তার জোটের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিদের দুর্নীতির ধারাবাহিক মামলা প্রত্যাহারের পর সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন আনোয়ার। বারবার দাবি করেছেন, আদালতের মামলায় হস্তক্ষেপ করেন না তিনি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স