শব্দগুলো জট পাকিয়ে যায় অমঙ্গলের সন্তরণে
বুক কাঁপে
সব কেন নিরামিষ লাগে?
সে কি একটুখানি লবণের অভাবে?
ঘূর্ণমান সুসমাচারের তুলো তুলো
সাদা মেঘ ভেসে যায়
ইস্ট রিভারে আছড়ে পড়ে কত ঢেউ
শব্দের মেঘমালা ইথারে বাড়ি খায়
বিবর্ণ বিবেক নোঙর ফেলে আশায়
থিতু হবে
প্রেমপূর্ণ নৈবেদ্য মন্দের বিসর্জনে ॥