Thikana News
০৬ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৬ জুলাই ২০২৪

প্রকৃতি বন্দনা

প্রকৃতি বন্দনা
নৃতাত্ত্বিক নারী বৈসাবিতে কেন
ছোড়ে পানি?
জানো কি তুমি প্রকৃতিপ্রেমী?
ওপাড়ের উজানের ঢল, দিয়ো নাকো স্বপ্নের বলি
সে তো প্রকৃতি নয়
মানুষের ভণ্ডামি ॥
বৈশাখ তুমি নাকি রুদ্র?
চণ্ডালী তাপে ফাটে মাঠ
গ্রিন হাউস গ্যাসের ভারসাম্য
বিধ্বংসী ঝড় ষাঁড়ের যুদ্ধ
নাকি মোরগ লড়াই?
দ্রুত বদলে যায় রং, ধানের শীষ
নুয়ে পড়ে জানান দেয়
ওড়ার পাশে খলা দেয় হাঁক
‘দাওমারি’ ‘দাওমারি’ ॥
গলদঘর্ম কৃষকের কাস্তে চলে জোর কদমে
‘দাওমারি’ ‘দাওমারি’ ॥
কাইট্যা বোর এতেই রুটিরুজি
দোয়ায় মানোতে পাকা ধানের
শীষে নূপুর ঝংকার
প্রকৃতি বন্দনায় ‘দাওমারি’ ‘দাওমারি’ ॥
 

কমেন্ট বক্স