Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শপথ

শপথ
সময় নিরন্তর প্রকৃতিকে বদলে দেয়,
প্রাণপ্রবাহের লীলাচক্রের রূপান্তরের আবর্তনে।
সব নতুন সম্ভাবনা, সব দুঃখানন্দের প্রচ্ছন্ন ইঙ্গিতÑ
লুকিয়ে থাকে শেষের আড়ালে।
শেষের পরই হয় শুরুর সূচনা।
দিনের শেষে পশ্চিম দিক ভালে-
দিবাকর ঢলে।
রাতের আঁধার শেষে-
অরুণারুণ আলো নিয়ে নতুন দিনের হয় শুরু।
নতুন প্রভাত সমীরে নবীন হরষে আবার দিবাকর হাসে।
নতুন আসে নবীনতার আনন্দ ছন্দে।
নতুন বছর বৈশাখ মধু মাস আসে ফল সম্ভারে।
নতুনেরে করি বরণ সাদরে।
নতুন বছরে নতুন আশার সুন্দর শোভা সুসমার-
সৌরভে, আনন্দ-উল্লাসে ভরে উঠুক সবার জীবন।
অযাচিত, অপ্রত্যাশিত দুঃখ যদি কভু বগরো আসে নেমে।
না-হই অবনত কুণ্ঠিত, সাহায্যের হাত যেন নাহি যায় থেমে।
নতুন শপথে করি বরণ নতুনেরে!
নিজ স্বার্থ ত্যাগী সমব্যথী হয়ে ভালোবেসে
যেন থাকি দুঃখীজনের পাশে।
মানবিক মূল্যবোধে সাহস জোগাই,
পারলে দুঃখীর কাঁধে কাঁধ লাগাই, উঁচু-নিচু ভেদাভেদ ভুলেÑ
মিলেমিশে শ্রমে-ঘামে একাকার হয়ে যাই।

কমেন্ট বক্স