Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

উৎসব

উৎসব
উৎসব মানে আনন্দধারা প্রীতির প্লাবনে ভাসা,
একাকিত্বের দূরত্ব মুছে একান্তে কাছে আসা!
উৎসব মানে উচ্ছ্বাস প্রেম ভাগ করে নেওয়া সুখ,
মিলনে সাম্যে জাগানো হৃদয় পেতে দিতে চায় বুক!

উৎসব মানে স্বর্গের নীড় স্বপনের তারে বাঁধা,
প্রেরণা সাম্যে ভালোবাসা গান কোরাসের সুরে সাধা!
নিজস্বতার আপন বলয়ে সবাইকে নিয়ে বাঁচা,
হিংসা বিভেদ দূর করে মনে মলিনতাগুলো কাঁচা!

মনের কষ্ট দুঃখ ভোলার এ যেন শ্রেষ্ঠ রীতি,
পরস্পরের গড়ে বন্ধন অন্তরে দেয় প্রীতি।
জাতি ধর্ম ও বর্ণের ভেদ উৎসব দেয় মুছে,
নির্বাধ মেলামেশার সুবাদে দূরত্ব যায় ঘুচে!

পারিবারিক ও সামাজিক হোক কিংবা জাতীয় সেটা,
ঋতু ধর্ম ও হোক বর্ণের একই কাজ করে এটা।
উৎসব পারে মিলাতে সবারে আনতে সবারে কাছে,
এটা হলো এক প্রমাণিত কথা ভুল নেই কোনো পাছে!

বাঙালিরা হলো উৎসবপ্রিয় মাতে আনন্দ গানে,
ভাসায় সবারে প্রেমপ্রীতি রসে সুখ দেয় প্রাণে প্রাণে! 
উৎসবে যারা ভাসতে পারে না ওরা আঁধারের জীব,
অশুভ চেতনা অন্তরে গাঁথা বর্বর তারা ক্লীব।
 

কমেন্ট বক্স