Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

লক্ষণ

লক্ষণ
চুল পাকলেই মানুষ বুড়ো হয় না,
খুবই সহজ কথা সবাই বোঝে বিষয়টা।
মুখ ভরা যদি থাকে বিশাল চাপদাড়ি,
তবে তার সাথে নেই তারুণ্যের আড়ি।
মধ্যবয়স্ক অনেকেরই আছে রোগ ‘ডিমনেশিয়া’,
তাই বলে সে বুড়ো নয় শুধু কিছু তথ্য যায় ভুলিয়া।
মাথায় টাক হয় সাধারণত বংশগত,
সে জন্য সে বুড়ো এতে হয় না প্রমাণিত।
কথায় কথা বাড়ে ভোজনে বাড়ে ভুঁড়ি,
এটা হতেই পারে বয়স যদিও মাত্র আড়াই কুড়ি।
মুরব্বি আসেন বলে যদি টেনে তোলে বাসের হেলপার,
ভেবো না বৃদ্ধ নিজেকে, এটা প্রতিদিনের কাজ তার।
গলার চামড়া যদি হয়ে যায় কোঁচকানো,
অভ্যাস করো সেথায় রুমাল জড়ানো।
বুড়ো হওয়াটা দেহের নয় মনের ব্যাপার,
এ কথা শুধু আমার নয় একার।
তার পরও যদি দেখো সন্দেহ করছে না গিন্নি আর,
আশপাশে ঘোরাঘুরি করছে না জীবনবিমার ব্রোকার।
তাহলে ধরে নাও হয়ে গেছে বুড়ো,
রাগ করো না যদি সম্বোধন করে কেউ খুড়ো।
 

কমেন্ট বক্স