Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


ঈদের দিন মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত

ঈদের দিন মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত ছবি সংগৃহীত



 
মালয়েশিয়ার পেরাক প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১০ এপ্রিল) বিকেলে দেশটির পেরাক রাজ্যের কাম্পার এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

পেরাক প্রদেশের কাম্পার পুলিশপ্রধান নাজরি দাউদ জানান, চালকসহ আটজনকে বহনকারী গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি একটি লরিকে ধাক্কা দিলে এটি দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশপ্রধান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন বাংলাদেশি মারা যান। নিহতরা হলেন আব্দুল্লাহ মোহাম্মদ (৩১), আলী আসকার ও মো. সোহেল মিয়া। গাড়িচালক মো. কবির হোসেন (৩২), মো. সাইফুল ইসলাম (২৫), মো. রাজু মিয়া (২৭) ও সোহেল রানা (৩০) রক্ষা পেলেও গুরুতর আঘাত পান। আহত বাংলাদেশিদের চিকিৎসার জন্য তাপাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা জানিয়েছে, দুর্ঘটনার শিকার হওয়া সাতজন বাংলাদেশি মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ড এলাকার বাগানের শ্রমিক ছিলেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স