দেখো ঐ দেখা যায়
ঈদের চাঁদ
এল খুশির ঈদ
কী আনন্দ ছড়িয়ে গেল
আকাশে বাতাসে
দেখো সবাই কেমন হাসে
ধনী-গরিব সবাই যেন
থাকি মিলেমিশে।
চলো সবাই মিলে
নামাজ পড়ি
আল্লাহর কাছে শুকরিয়া করি।
রোজার শেষে ঘরে ঘরে
ঈদ আনন্দ ছড়িয়ে পড়ে
নতুন জামা পরে সবাই
ছোট্ট বড় কেউ বাদ নাই
সবাই যেন খুশি
এসো ঝগড়া-বিবাদ বাদ দিয়ে আজ
শুধুই ভালোবাসি।
 
                           
                           
                            
                       
     
  
 

 মিজানুর রহমান মিজান
 মিজানুর রহমান মিজান  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
