Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


১৬৭ ভিক্ষুককে আশ্রয়কেন্দ্রে পাঠাল ডিএনসিসি

১৬৭ ভিক্ষুককে আশ্রয়কেন্দ্রে পাঠাল ডিএনসিসি ছবি সংগৃহীত



 
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ভিক্ষাবৃত্তি করার অভিযোগে ১৬৭ ভিক্ষুককে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

গুলশান, বনানী, তেজগাঁও, নতুন বাজার ও মিরপুর এলাকাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন, মাহবুব হাসান ও মাহমুদুল হাসান।

বুধবার (৩ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য জানান।

অভিযানে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, বিভিন্ন এলাকা ভিক্ষুকমুক্ত হিসেবে ঘোষণা করার পরও সম্প্রতি সেসব এলাকায় ভিক্ষুকের সংখ্যা অনেক বেড়ে গেছে। বিশেষ করে গুলশান-বারিধারা এলাকায় বিদেশি নাগরিকদের হয়রানি করতে দেখা যায়। আমরা অভিযান শুরু করেছি, এটি অব্যাহত থাকবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স