Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত ১১

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত ১১ ছবি সংগৃহীত



 
পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের দিকে মোড় নেওয়া একটি ‘অপ্রত্যাশিত’  ধীরগতির ঘূর্ণিঝড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশটিতে প্রবল বাতাসে গাছ ভেঙে পড়েছে। গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পানির স্রোত, যাতে তলিয়ে গেছে বাড়িঘর।

মাদাগাস্কারের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় বিএনজিআরসি বৃহস্পতিবার (২৮ মার্চ) জানায়, ঘূর্ণিঝড় গামানে ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপটি থেকে সরে যাবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু এটি গতিপথ পরিবর্তন করে বুধবার উত্তরে আঘাত হানে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ে বাড়ি ধসে বা গাছ পড়ে ছয়জন এবং অন্য পাঁচজন ডুবে মারা গেছে। এ ছাড়া দ্বীপের প্রায় সাত হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, গ্রামগুলোর মধ্য দিয়ে পানির স্রোত বয়ে চলেছে। মানুষ কোমরসমান পানিতে বাড়িতে আটকে পড়াদের বাঁচাতে সাহায্য করছে। খবর বার্তা সংস্থা এএফপি ও আল জাজিরার।

বিএনআরজিসির মহাপরিচালক জেনারেল ইলাক আন্দ্রিয়াকাজা বলেন, এ রকম ঘূর্ণিঝড় বিরল। এর গতিবিধি প্রায় স্থির ছিল। যখন এটি এক জায়গায় থেমে যায়, তখন এটি সব অবকাঠামো ধ্বংস করে দেয়। এটি জনসংখ্যার জন্য গুরুতর পরিণতি এবং উল্লেখযোগ্য বন্যা নিয়ে আসে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় গামানেকে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে পুনরায় শ্রেণিবদ্ধ করা হয়েছে। এটি শুক্রবার বিকেলে দ্বীপ ছেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স