স্বাধীনতার অর্থ হলো
পাখির মতো ওড়া
বাধাবিঘ্ন ব্যতিরেকে
বিশ্বজুড়ে ঘোরা।
স্বাধীনতার অর্থ হলো
ফুলের মতো ফোটা
যখন খুশি যেথায় খুশি
আপন বেগে ছোটা।
স্বাধীনতার অর্থ হলো
তরুর মতো বাড়া
বৃত্ত ভেঙে মুক্ত বায়ে
প্রশ্বাস নিতে পারা।
স্বাধীনতার অর্থ হলো
শিশুর মুখের ভাষা
কারণে বা অকারণে
কান্না কিংবা হাসা।
স্বাধীনতার অর্থ হলো
নদীর মতো চলা
আপন মনের কথাগুলো
তরতরিয়ে বলা।
স্বাধীনতার অর্থ হলো
বৃষ্টির মতো ঝরা
ঊষর মরুর ধূসর বুকে
ঝরঝরিয়ে পড়া।
 
                           
                           
                            
                       
     
  
 


 নবী হোসেন নবীন
 নবী হোসেন নবীন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
