পিউ রিসার্চ সেন্টারের একটি নতুন জরিপ অনুসারে, বেশিভাগ আমেরিকান বিশ্বাস করেন যে ইসরাইলের কাছে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার বৈধ কারণ রয়েছে। তবে প্রতি ১০ মার্কিন প্রাপ্তবয়স্কের মধ্যে মাত্র চারজন বলছে, যুদ্ধের জন্য ইসরাইলের বিচার হওয়া উচিত।
ফেব্রুয়ারির ওই সমীক্ষায় ১২ হাজর ৫০০ জনের বেশি আমেরিকান ভোট দিয়েছে। দেখা গেছে, শুধুমাত্র ২২ শতাংশ উত্তরদাতা বলছে যে ইসরাইলের সাথে লড়াই করার জন্য হামাসের কারণগুলো বৈধ। এবং মাত্র পাঁচ শতাংশ বলেছে, দক্ষিণ ইসরাইলে ৭ অক্টোবর হামাসের হামাসের হামলার যথাযথ কারণ রয়েছে।
সামগ্রিকভাবে ৫৮ শতাংশ জনগণ বলছে, হামাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইসরাইলের কারণগুলো গ্রহণযোগ্য। এ সময় ১৫ শতাংশ বলছে কারণগুলো যথাযথ নয় এবং ২৬ শতাংশ এ সম্পর্কে কিছু জানে না বলে জানিয়েছে।
বিপরীতে ৪৯ শতাংশ উত্তরদাতার মতে, ইসরাইলের বিরুদ্ধে হামাসের যুদ্ধ বৈধ নয়। তবে ২২ শতাংশ বলছে যে এটি বৈধ এবং ২৮ শতাংশ এ বিষয়ে কোনো মত দেয়নি।
চলমান যুদ্ধ পরিচালনার বিষয়ে ৩৮ শতাংশ বলেছে, ইসরাইলি বাহিনী কিছুটা বা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্যভাবে কাজ করছে। তবে ৩৪ শতাংশ এর বিপরীত মত পোষণ করছে এবং ২৬ শতাংশ কোনো মতামত দেয়নি।
হামাসের কার্যক্রমের বিষয়ে ৬৬ শতাংশ ৭ অক্টোবরের হামলাকে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। তবে সাত শতাংশের মতে হামাস কিছুটা অগ্রহণযোগ্য। এছাড়া পাঁচ শতাংশের মতে, তারা গ্রহণযোগ্য এবং ২১ শতাংশের এ বিষয়ে নিশ্চিত নয় বলে জানিয়েছে।
আমেরিকান ইহুদিদের মধ্যে ৮৯ শতাংশ বলেন যে যুদ্ধের জন্য ইসরাইলের কারণগুলো বৈধ ছিল। তবে সাত শতাংশ বলছে এটি অবৈধ এবং চার শতাংশ বলছে তারা অনিশ্চিত।
আমেরিকান মুসলমানদের মধ্যে মাত্র ১৮ শতাংশ বলছে, ইসরাইলের বৈধ কারণ রয়েছে। তবে ৫৪ শতাংশ বলছে ইসরাইলের হামলা অবৈধ এবং ২৬ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত।
সমীক্ষা অনুসারে, মার্কিন ইহুদিদের ৭৭ শতাংশ বলেছে, হামাসের লড়াইয়ের কারণগুলো বৈধ নয়। তবে ১৬ শতাংশ বলছে এটি বৈধ এবং ছয় শতাংশ এ বিষয়ে অনিশ্চিত। এছাড়া ৪৯ শতাংশ মুসলমান বলছে, হামাসের লড়াইয়ের কারণগুলো বৈধ। তবে ২২ শতাংশ অবৈধ এবং ২৮ শতাংশ নিশ্চিত নয় বলে মত দিয়েছে।
যুদ্ধ পরিচালনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে ৬২ শতাংশ মার্কিন ইহুদি মনে করছে, ইসরাইল গ্রহণযোগ্যভাবে কাজ করছে। তবে মাত্র পাঁচ শতাংশ মুসলিম এতে সম্মত হয়েছে। সমীক্ষাটি আরো দেখিয়েছে, ৯৩ শতাংম মার্কিন ইহুদিরা হামাসের ৭ অক্টোবরের আক্রমণকে অগ্রহণযোগ্য হিসেবে দেখেছে, সেখানে মাত্র ৪৯ শতাংশ মার্কিন মুসলমান একই মতপোষণ করেছে এবং তাদের ২১ শতাংশ বলেছে, এটি কিছুটা বা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য ছিল।
সূত্র : টাইমস অব ইসরাইল
ঠিকানা/ছালিক 
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                