Thikana News
০৪ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
রাষ্ট্রদূত ইমরানকে মার্কিন আন্ডার সেক্রেটারি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে উন্মুখ যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে উন্মুখ যুক্তরাষ্ট্র ছবি সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে উন্মুখ হয়ে আছে যুক্তরাষ্ট্র। ঢাকা সফর সামনে রেখে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র-বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

৭ জুলাই শুক্রবার ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠক করেন মার্কিন আন্ডার সেক্রেটারি। ওই বৈঠকেই দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এরপর এক টুইটার বার্তায় বৈঠকের বিষয়টি জানিয়ে তিনি বলেন, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার ও মানবিক সহায়তা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উজরা আরও বলেন, ‘আমি আমাদের মধ্যকার শক্তিশালী অংশীদারত্ব আরও গভীর করার জন্য উন্মুখ হয়ে আছি।’
 
আগামী ১১-১৪ জুলাই উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রমতে, প্রতিনিধিদলে দেশটির অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ডব্লিউ ফার্নান্দেজ এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও রয়েছেন।

সূত্র বলছে, সফরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া মার্কিন প্রতিনিধিদলটি ঢাকা সফরের সময় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় যান মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স