Thikana News
০৬ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫
ক্ষুব্ধ বাংলাদেশি আমেরিকানরা বললেন ‘স্ট্যান্টবাজি’

জো বাইডেনের বিরুদ্ধে আ’লীগ নেতার মামলা

জো বাইডেনের বিরুদ্ধে আ’লীগ নেতার মামলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দেশটির আদালতে মামলা করেছেন প্রবাসী এক মিশিগান আওয়ামী লীগের নেতা রাব্বী আলম। মামলায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ও তার দপ্তরকেও বিবাদী করা হয়েছে। রাব্বী আলমের এই মামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকানরা। তারা বলছেন, আলোচনায় থাকতে আওয়ামী লীগ নেতা রাব্বী আলম এই মামলা দায়ের করেছেন। এটা স্ট্যান্টবাজি ছাড়া আর কিছু নয়। এই মামলার উপাত্ত ভিত্তিহীন। 
গত ২৬ জুন সোমবার মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক কোর্টে মামলাটি নথিভুক্ত হয় বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন মামলার প্রধান বাদী যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান ডা. রাব্বী আলম। এই মামলায় বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি প্রত্যাহারের আবেদনও করা হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ মেলেনি। ঠিক কী অভিযোগে বাইডেন ও তার সরকারের বিরুদ্ধে এই মামলার আবেদন করেছেন, তা ফেসবুক পোস্টেও স্পষ্ট করেননি ড. রাব্বী আলম। 
এই মামলার আবেদনে ডা. রাব্বীর সঙ্গে বাদী হিসাবে আরো আছেন- রিজভী আলম ও শেরে আলম রাসু নামে দুই প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা।
যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা ফ্রি ল’ প্রজেক্ট পরিচালিত অনলাইন লিগ্যাল ডেটাবেজের তথ্য অনুযায়ী, অভিবাসন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের দেওয়ানি আইনের ৪৬৫ ধারায় মামলাটি ডকেটভুক্ত। মামলার নম্বর ৫:২৩-সিভি-১১৫২৩। মামলাটি প্রথমে বিচারক জুডিথ ই লিভির আদালতে উত্থাপন করা হয়। তিনি ম্যাজিস্ট্রেট এলিজাবেথ এ স্ট্যাফোর্ডের কাছে পাঠিয়েছেন। এই মামলায় এখনো জুরি চাওয়া হয়নি।
এর আগে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে আল-জাজিরার বিরুদ্ধে মামলা করেছিলেন ড. রাব্বি আলম। তবে ওই মামলার অগ্রগতি সম্পর্কে কিছু জানা যায়নি। 
নিউইয়র্ক বসবাসরত সাংবাদিক ও লেখক রওশন হক তার ফেসবুকে লিখেছেন, ‘অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত, সামাজিক অবস্থান-সম্মান বিনষ্ট করার উদ্দেশ্যে অসাংবিধানিক ও অযৌক্তিক কারণ উল্লেখ করে বাংলাদেশের বিরুদ্ধে ভিসা নীতি আরোপ ও প্রত্যাহার চেয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ স্টেট ডিপার্টমেন্টকে অভিযুক্ত করে আদালতে মামলা করা হয়েছে।’ একইসঙ্গে সংশ্লিষ্ট মামলায় সেক্রেটারি অব স্টেইট এন্টনি ব্লিনকেনকেও বিবাদী করা হয়েছে।  
নাম প্রকাশে অনিচ্ছুক আরো কয়েকজন বাংলাদেশি আমেরিকান বাইডেন প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়েরের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটা স্ট্যান্টবাজি ছাড়া আর কিছু নয়। বরং এ ধরনের মামলা যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। 
প্রখ্যাত সাংবাদিক গোলাম মোর্তজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ প্রসঙ্গে লিখেছেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি একটি দরখাস্ত করে বলছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করেছেন। আমেরিকার ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে যে মামলা করা যায় না তা তিনি জানেন না? কি ভেবেছেন, যুক্তরাষ্ট্রেও গায়েবি মামলা করা যায়? তিনি বছর দুয়েক আগে আল-জাজিরার বিরুদ্ধেও মামলা করেছেন বলে প্রচারণা চালিয়েছিলেন। সেই ‘মামলার কোনো খবর নেই। গণমাধ্যমে প্রচার ও বাহবা পেতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অতি উৎসাহীরা মামলা করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকের জানান, রাব্বী আলমের মামলার বিষয়ে দল বা সরকারের কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না।
তিনি বলেন, ‘এটা হয়তো কিছু বাহবা পাওয়ার জন্য, মিডিয়ার বাহবা পাওয়ার জন্য করেছে হয়তো কেউ। তারা মনে করে যে এটা করলে হয়তো খুব বাহবা মিলবে, হয়তো বা। ইউ নেভার নো। মুল উদ্দেশ্য কি, উই ডোন্ট নো। উই হ্যাভ নো নলেজ অব ইট।’
আব্দুল মোমেন বলেন, ‘ইদানিং আওয়ামী লীগ সরকারে থাকায় বহু লোক, যারা আগে জামায়াত করতো, যারা আগে উল্টা দল করতো, তারা এখন নিজেদের বলে বেড়ায় যে তারা আওয়ামী লীগের লোক। হয়তো আওয়ামী লীগের কোনো নেতার সাথে একটা ছবি তুলে ফেলেছে। আর ওই ছবি দেখিয়ে বলবে আমি আওয়ামী লীগ। এরা স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক।’
 

কমেন্ট বক্স