Thikana News
০৪ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সাবওয়েতে হামলার শিকার বিএনপি নেতা জিল্লুর

সাবওয়েতে হামলার শিকার বিএনপি নেতা জিল্লুর
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর  রহমান জিল্লু ২৮ জুন বুধবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে সাবওয়তে কৃষ্ণাঙ্গ এক দুর্বৃত্তের আকস্মিক হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন। র্বমানে তিনি শঙ্কামুক্ত অবস্থায় বাসায় অবস্থান করছেন। 
জানা গেছে, গত ২৮ জুন বুধবার রাতে কাজ শেষে বাড়ী ফেরার পথে ট্রেন থেকে নামার সময় গ্র্যান্ড অ্যাভিনিউ সাবওয়েতে এক বখাটে কৃষ্ণাঙ্গ পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় বাংলাদেশিরা খবর পেয়ে তাকে সিটির এলমহার্স্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তার ডান হাত ভেঙ্গে গেছে। চিকিৎসকরা তাকে আগামী ছয় সপ্তাহ বাসায় থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
বিএনপি নেতা আহবাব চৌধুরী খোকন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে বিএনপির কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমানের ওপর হামলার নিন্দা করেছেন। তিনি তার আশু সুস্থতা এবং রোগমুক্তি কামনায় দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া চেয়েছেন। 

কমেন্ট বক্স