কাজী নাজরিন
ঝুমঝুম বৃষ্টিতে ঘুমঘুম ভাব
বালিশে মাথা পেতে ঘুমানো স্বভাব,
রিমঝিম শব্দে চোখ বুজে আসে
হেয়ালিপনাগুলো থাকে আশপাশে।
নিরিবিলি গান শুনে ঘুমিয়ে পড়ি
চোখ মেলে ঘড়ি দেখে করি তড়িঘড়ি,
আলসেমি অবিরত ঘুরঘুর করে
ঘুম যেন চেপে ধরে ভরদুপুরে।
ছুটির দিন হলে মানা নাহি শুনি
ডায়েরিতে লিখে চলি হাজার কাহিনি,
বৃষ্টিবিলাস মনে কবিতার ঢেউ উঠে
শব্দ শব্দ মিলে ডায়েরিটা ফুটে ওঠে।
একাকী অবুঝ মনে গান গাই আনমনে
ঝুমঝুম বৃষ্টি সুর তোলে ক্ষণে ক্ষণে,
অঝোর ধারায় চলে বৃষ্টির সুর তাল
ঘুমঘুম চোখ দুটো হয়ে যায় মৃদু লাল।